সংক্রামক রােগ ও তার প্রতিকার
বায়ুবাহিত রােগ
সুস্থ তাে আমরা সবাই থাকতে চাই । কিন্তু রােগ তাও আমাদের পিছু ছাড়ে না । তােমার পরিবারে বা পাড়ায় তুমি নিশ্চয়ই বিভিন্ন লােককে নানারকম রােগে ভুগতে দেখেছ । এমনকি তুমি নিজেও হয়তাে কখনও অসুস্থ হয়েছ ।
তােমার পরিবারের বা তােমার পাড়ায় তুমি কী কী রােগ দেখেছ তার একটা তালিকা তৈরি করাে । একইসঙ্গে এই রােগগুলি কীভাবে ছড়াতে পারে সেটা একটু ভেবে লেখার চেষ্টা করাে তাে ।
রােগের নাম - 1.সাধারণ সর্দিকাশি 2. আমাশয় 3. ম্যালেরিয়া
কীভাবে ছড়ায় -1. বায়ুর মাধ্যমে 2. জলের মাধ্যমে ।
তাহলে তােমরা দেখতে পেলে যে , বিভিন্ন ধরনের রােগ বিভিন্নভাবে ছড়ায়— কখনও জল , কখনও বা বায়ু , আবার কখনও বা অন্য কোনাে জীবের সাহায্যে ।
অনিল আর খালেদ খুব বন্ধু , ক্লাসে পাশাপাশি বসে । খালেদের আজ সকাল থেকেই খুব হাঁচি হচ্ছে । আর সে বারেবারে হাত দিয়ে নাক মুছছে । অনিল আবার আজ বিজ্ঞানের বই আনেনি । বিজ্ঞান ক্লাসে তারা দুজনে গায়ে গা লাগিয়ে বসে খালেদের বই নিয়েই পড়াশােনা করল । বাড়ি ফিরে সন্ধ্যাবেলায় অনিল খেয়াল করল যে তারও হাঁচি হচ্ছে । আর নাক ভরে গেছে পাতলা সর্দিতে । অনিল বুঝল খালেদের সর্দির জীবাণু তার দেহে প্রবেশ করেছে ।
বসন্ত রােগের আক্রমণ
কানাডা ভূখণ্ডের দখল নিয়ে তখন লড়াই চলছিল ব্রিটিশ সৈন্যদের সঙ্গে সেখানকার অধিবাসী ফরাসি আর স্থানীয় আমেরিকান আদিবাসীদের ( ফ্রেঞ্চ - ইন্ডিয়ান ওয়ার : 1754-1763 ) । এখনকার পিটসবার্গে ফোর্ট পিট ( Fort Pitt ) - এ ব্রিটিশ সৈন্যদের আটকে রেখেছিল একদল আমেরিকান । ব্রিটিশ জেনারেল লর্ড জেফ্রি আমহার্স্ট আমেরিকানদের এই স্পর্ধা সহ্য করতে পারলেন না । তার কথামতাে অবরুদ্ধ দুর্গের ক্যাপ্টেন সাইমন ইকুইয়েয়ার ( Captain Simon Ecuyer ) সন্ধির প্রস্তার পাঠালেন আমেরিকান উপজাতির সর্দারের কাছে । আর সঙ্গে পাঠালেন দুটি কম্বল ও রুমাল । ওই কম্বলগুলাে আসলে ছিল বসন্ত রােগ ( Small Pox ) - এ আক্রান্ত ব্রিটিশ সৈন্যদের ব্যবহার করা কম্বল । জেনারেল আমহার্স্ট চেয়েছিলেন এইভাবে আমেরিকান সৈন্যদের মধ্যে বসন্ত রােগের সংক্রমণ ছড়িয়ে দিতে । আর জেনারেলের উদ্দেশ্যও সফল হয়েছিল পুরােপুরি । অল্প দিনের মধ্যেই আমেরিকান উপজাতি সৈন্যদল বসন্ত রােগের ভয়াবহ সংক্রমণে প্রায় নিশ্চিহ্ন হয়ে গেল । আর ব্রিটিশরাও ফোর্ট পিটের দুর্গটি দখল করে নিল ।
এত গেল ইতিহাসের কথা । কিন্তু তােমরা কি বুঝতে পারলে বসন্ত রােগ কীভাবে ছড়ায় ? আরেকটা খবর তােমাদের জানাই , শুধু টিকাদানের মাধ্যমে 1977 সালের মধ্যেই পৃথিবীর বুক থেকে গুটি বসন্ত ( Small Pox ) - কে পুরােপুরি নির্মূল করা সম্ভব হয়েছিল ।
বায়ুর মাধ্যমে কীভাবে রােগ ছড়ায় ?
কণা সংক্রমণ :
- হাঁচি বা কাশির সময় , জোরে কথা বলা বা থুতু ফেলার সময় রােগীর নাক আর মুখ দিয়ে অসংখ্য ছছাটো ছােটো তরল কণা ( droplet ) দেহের বাইরে বেরিয়ে আসে আর বাতাসে ভাসতে থাকে । •
- প্রত্যেক তরল কণাতে থাকে অসংখ্য রােগজীবাণু ।
- রােগজীবাণুভরা এই অল কণা সুস্থ লােকের নাক আর মুখ দিয়ে দেহে প্রবেশ করে ।
ধূলাে সক্রেমণ :
- হাঁচি বা কাশির সময় বা জোরে কথা বলার সময় রােগীর নাক আর মুখ দিয়ে ছােটো ছােটো তরল কণার সঙ্গে কিছু বড়াে বড়াে তরল কণাও দেহের বাইরে বেরিয়ে আসে ।
- এই তরল কণাগুলােতেও থাকে অসংখ্য রােগজীবাণু ।
- এই তরল কণাগুলাে আকারে বড়াে হওয়ায় নিজেদের ভারে মাটিতে এসে পড়ে । আর শুকিয়ে যায় ।
- এরপর এইসব রােগজীবাণু ধুলাের কণার সঙ্গে মিশে হাওয়ায় উড়ে বেড়ায় । আর নাক ও মুখ দিয়ে এইসব রােগজীবাণু সুস্থ লােকের দেহে প্রবেশ করে ।
ConversionConversion EmoticonEmoticon