স্নায়ু ও মনের স্বাস্থ্য সম্পর্কে কিছু কথা
সার্বিক স্বাস্থ্য অর্জনের লক্ষ্যে শারীরিক এবং মানসিক দু - ধরনের স্বাস্থ্যই সমান গুরুত্বপূর্ণ এবং এরা একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত । মানসিক স্বাস্থ্যসমস্যা আমাদের স্নায়ুর ওপর চাপ ফেলে , যা থেকে শারীরিক সমস্যা সৃষ্টি হতে পারে । এটা উলটোদিক থেকেও সত্যি ।
মানসিক সমস্যার কারণ :
- 1. জন্মগত ত্রুটি - গর্ভাবস্থায় অপুষ্টি , বিভিন্ন রােগ সংক্রমণ জন্মের পর শিশুর মন ও বুদ্ধির বিকাশকে ব্যাহত করতে পারে ।
- 2. মানসিক চাপ - আশেপাশের পরিবেশ পরিস্থিতির চাপ ( বিভিন্ন হিংসাত্মক । ঘটনা , অপ্রত্যাশিত ঘটনা ) আমাদের মনকে প্রবলভাবে নাড়া দেয় । অনেক সময় সেই মানসিক চাপ আমরা সহ্য করতে পারি না ।
- 3. আমাদের বাড়ির অভ্যন্তরের নানা টানাপােড়েন ।
- 4. মানসিক দ্বন্দ্ব ও সিদ্ধান্ত নিতে না পারা ।
- 5. নেশা ।
এসাে দেখি নীচের কারণগুলাে কী কী ধরনের মানসিক সমস্যা তৈরি করে -
রামের সমস্যা
- লেখাপড়ায় পিছিয়ে যাওয়া
- নান্দনিক ও সৃষ্টিশীল কাজে আগ্রহ হ্রাস
- ডান - বাম চিনতে না পারা
- নিজের কাজ করতে না পারা
- সমাজে মানিয়ে চলতে না পারা
- হতাশা ও অবসাদ
সমস্যাটি হলাে মানসিক প্রতিবন্ধকতা ।
আয়েষার সমস্যা
- একই কাজ বারবার করা
- আত্মীয় পরিজনদের থেকে নিজেকে গুটিয়ে নেওয়া
- সামান্য উত্তেজনাতেও অতিরিক্ত সংবেদনশীল
- অনেকসময় বেশি উত্তেজনাতেও সাড়া দেয় না
- অচেনা পরিবেশে মানিয়ে নিতে পারে না
- পড়াশােনায় পিছিয়ে যাওয়া
সমস্যাটি হলাে অটিজম ।
আয়েষা দু - বছর বয়স পর্যন্ত অন্য | শিশুদের মতােই ছিল , তারপরে ওর বাবা -মা এই সমস্যাগুলাে লক্ষ করতে থাকেন ।
ConversionConversion EmoticonEmoticon