স্বাস্থ্যের প্রকৃতি ( দৈহিক , মানসিক )

 স্বাস্থ্যের প্রকৃতি ( দৈহিক , মানসিক ) 

স্বাস্থ্য বলতে দৈহিক , মানসিক এবং সামাজিক সুস্থতাকে বােঝায় কেবল নীরােগ অবস্থাকে নয় । অনেক সময় আমাদের শরীরের মধ্যে রােগ প্রক্রিয়া চলতে থাকে , যা বাইরে ধরা পড়ে না । সেক্ষেত্রে বাইরে থেকে নীরােগ দেখালেও ভিতর থেকে আমরা অসুস্থ ।

রােগ সৃষ্টির কারণ ( যেমন জীবাণু , দূষণ সৃষ্টিকারী পদার্থ ইত্যাদি ) আর পােষক এই দুয়ের আন্তঃক্রিয়াই রােগ সৃষ্টির জন্য যথেষ্ট নয় , প্রয়োজন রােগের অনুকূল পরিবেশ ( যেমন আর্দ্রতা , তাপমাত্রার পার্থক্য ইত্যাদির কলরশে রােখা হয় । সুতরাং স্বাস্থ্য রক্ষা করতে প্রয়ােজন রােগপ্রতিরােধ । যা কয়েকটি ধাপে হতে পারে । 

জীবনের বিভিন্ন সময়ে নানা সমস্যার মুখােমুখি হতে হয় এবং তার মােকাবিলা করতে হয় । এছাড়াও নানাসময়ে আমাদের অনেক সিদ্ধান্ত নিতে হয় , সামাজিক সম্পর্ক তৈরি করতে হয় , আবেগ নিয়ন্ত্রণ করতে হয় । এসবের মধ্য দিয়েই সংবেদনশীল ও সমাজমনস্ক মানুষ হিসাবে গড়ে ওঠার শিক্ষা হলাে জীবনকুশলতা শিক্ষা ।

Unicef , WHO পরিকল্পিত দশটি জীবনকুশলতা আমরা আলােচনা করব । 

ভাবার । কুশলতা 

  • 1. আত্মসচেতনতা
  • 2. বিশ্লেষণধর্মী চিন্তা
  • 3. সিদ্ধান্ত নেওয়া
  • 4. সমস্যা দূর করা
  • 5. সৃজনশীল চিন্তা

সামাজিক কুশলতা 

  •  6. পারস্পরিক সংযােগস্থাপন 
  • 7. পারস্পরিক সম্পর্ক 8. সমানুভূতি

বাধাবিপত্তি এড়ানাের কুশলতা 

  •  9. মানসিক চাপ নিয়ন্ত্রণ । 
  • 10. আবেগ নিয়ন্ত্রণ     

প্রত্যেক ছাত্রছাত্রীকে চারটি করে কার্ড দেওয়া হলাে । এবার চটপট লিখে ফেলাে তাে । 

  • 1. ওপরের ছবিগুলােতে কি কি দক্ষতা দেখানাে হয়েছে ? 
  • 2. তােমার কি কি দক্ষতা আছে বলে মনে করাে ? ( আলাদা কার্ডে লেখাে ) । 
  • 3. তােমার কোন কোন কুশলতার বিকাশের প্রয়ােজন আছে বলে মনে করাে ? 
লেখা শেষে কার্ডগুলাে নিয়ে আলােচনা করাে । 

World Health Organtation World Health Organization ( WHO ) বিশ্ব স্বাস্থ্য সংস্থা রাষ্ট্রসংঘের অধীন । বিশ্বের মানবসম্পদের স্বাস্থ্য নিয়ে গবেষণা করে । 1949 সালে ৩ ই এপ্রিল স্থাপিত হয় । | হেডকোয়ার্টার হলাে সুইজারল্যান্ডের জেনিভায় । 

UNICEF- United Nations International Children's Emergency Fund উন্নয়নশীল দেশগুলোের শিশু ও মায়েদের স্বাস্থ্য নিয়ে মানবিকতার সঙ্গে কাজ করে চলেছে । 1946 সালের 11 ই ডিসেম্বর রাষ্ট্রসংঘের অধিবেশনে এই সংস্থা গঠিত হয় । দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষতিগ্রস্ত শিশুদের | জরুরিকালীন খাদ্য এবং স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্যই এই সংস্থা গঠিত হয় ।

Previous
Next Post »