জীববৈচিত্র্য কী ও কাকে বলে ?

 জীববৈচিত্র্য কী ও কাকে বলে ?

 রেহানা সেদিন স্কুলে এসে বলল জানিস কালকে না আমাদের বাড়ির পাশের বকুল গাছে একটা বেনে - বউ এসে বসেছিল । শ্যামল বলল । বেনেবউ ! সে গাছে উঠল কী করে ? রেহানা হাে হাে করে হেসে বলে উঠল – দূর বােকা ! বেনেবউ তাে একটা পাখি , হলুদ রঙের , মাথাটা কালাে । শুভজিৎ বলল - ওহ ! ওই পাখিটাকে তাে হলুদ পাখিও বলে । প্রশু দিন রাতে অপূর্বদের বাড়ির ছাদে একটা ভাম এসেছিল । তার লাফালাফিতে ধুপধাপ আওয়াজ হচ্ছিল । আওয়াজের চোটে ওদের ঘুম ভেঙে গেল । 
স্কুলের কাছেবড়াে পুকুরটার ধারে ইমতিয়াজ একটা জলের সাপ দেখছিল । সেকথা ইমতিয়াজ তার বন্ধুদের বলল । সাপটার গায়ে হলুদ রঙের উপর চৌকো চৌকো কালাে ছােপ । রমেশ কাকু মাছ ধরছিল , বললেন — টোড়া সাপ , ওটার কিন্তু বিষ নেই । রেহানাদের স্কুলের কাছেই আম , জাম আর অন্য অনেক গাছের একটা ছােটোখাটো বাগান প্রায় জঙ্গলের চেহারা বন্ধুরা । ঠিক করল যে এরপর থেকে তারা ওই বাগানের গাছগুলাের প্রত্যেকের নাম জানার চেষ্টা করবে । আর অন্যান্য পশুপাখিদেরও চেনার চেষ্টা করবে । 

বাগান , পুকুর বা গ্রামের ঝােপজঙ্গলে রেহানারা কেউ দেখেছে কেউটে সাপ , কেউ বা দাঁড়াশ সাপ । অপূর্ব । একদিন দেখল বেজির পরিবার । আর জলার ধারে শ্যামল দেখেছিল মেছাে বেড়াল । ইমতিয়াজ ওর দাদুর কাছে । থেকে বাড়ির পাশে ঘৃতকুমারী আর কুলেখাড়া গাছ চিনে জানতে পারল এরা একধরনের ওষধি । স্যার ওদের । বললেন – এরকম অসংখ্য নাম না জানা উদ্ভিদ ও প্রাণী ছড়িয়ে আছে পৃথিবীর আনাচেকানাচে । আর আছে খালি । চোখে দেখা যায় না যে জীবদের – সেই জীবাণুর জগৎ । কোনাে একটি নির্দিষ্ট অঞ্চলের সব ধরনের উদ্ভিদ , প্রাণী । আর জীবাণুর বৈচিত্র্য নিয়েই জীবনের বৈচিত্র্য , যাকে এককথায় বলা হয় জীববৈচিত্র্য সমস্ত সৌরজগতে পৃথিবীতেই একমাত্র জীবন ও জীববৈচিত্র্য আছে । অন্য কোনাে গ্রহে এখনও প্রাণের সন্ধান মেলেনি । 
কোনাে একটি ভৌগােলিক অঞ্চলে থাকা বিভিন্ন জীব প্রজাতি ও একেকটি অঞ্চলের জীববৈচিত্র্য একেক রকম । যেমন , সুন্দরবনের জীববৈচিত্র্য হিমালয় অঞ্চলের জীববৈচিত্র্য থেকে একদম আলাদা । আবার , আমাদের ভারতবর্ষের জীববৈচিত্র্য , ইংল্যান্ডের বা ব্রাজিলের জীববৈচিত্র্য থেকে অনেক আলাদা ।

 জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অঞ্চল ( Biodiversity Hot spot ) 

পৃথিবীতে এরকম বহু অঞ্চল আছে যেখানে খুব বেশি সংখ্যক প্রজাতির জীব পাওয়া যায় । আবার সেইসব অঞ্চলে এমন সব প্রজাতির জীবও পাওয়া যায় , যা অন্য আর কোথাও পাওয়া যায় না । সেরকম অঞ্চলকে বলা হয় জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অঞ্চল । ইংরাজিতে একেবলে বায়ােডাইভারসিটি হটস্পট ( Biodiversity Hot spot ) । পৃথিবীতে এখনও পর্যন্ত বেশ কয়েকটা বায়ােডাইভারসিটি হটস্পট খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা।পৃথিবীর বায়ােডাইভারসিটি হটস্পটগুলাে ওপরের মানচিত্রে লাল রঙে দেখানাে হলাে । তার মধ্যে চারটি বায়ােডাইভারসিটি হটস্পট হলাে : 

1 ) পূর্ব হিমালয় ( Eastern Himalayas ) : সিকিম , দার্জিলিং , ডুয়ার্স , তরাই অঞ্চল । 
2 ) পশ্চিমঘাট পর্বতমালা এবং শ্রীলঙ্কা ( Western Ghat and Srilanka ) : ভারতবর্ষের পশ্চিম উপকুল বরাবর ঘন অরণ্যে ঢাকা পাহাড়ি অঞ্চল ।। 
3 ) ইন্দো - বার্মা ( Indo Burma ) : উত্তর - পূর্ব ভারতের রাজ্যসমূহ ( যেমন - মেঘালয় , অরুণাচল প্রদেশ ) । 
4 ) সুন্দাল্যান্ড ( Sundaland ) : ভারতের আন্দামান - নিকোবর অঞ্চল ।

আমাদের ভারতবর্ষের জীববৈচিত্র্যও এত বেশি যে ভারতবর্ষকে একটি অতি বৈচিত্র্যের দেশ বা মেগাডাইভারসিটি নেশন ( Megadiversity Nation ) বলা হয় । পৃথিবীতে এরকম আরও কয়েকটি দেশ আছে । তাদের মধ্যে উল্লেখযােগ্য হলাে — ব্রাজিল , ইন্দোনেশিয়া , মাদাগাস্কার , ইকুয়েডর ইত্যাদি । 
Previous
Next Post »