আমাদের দেশ ভারতের জীববৈচিত্র্য

 জীববৈচিত্র্য ও ভারত 

  • আমাদের দেশের জীববৈচিত্র্যের সম্ভার বিপুল । পৃথিবীর সতেরােটি অতি জীববৈচিত্র্য - সম্পন্ন ( Mega Biodiversity ) দেশের মধ্যে ভারত অন্যতম । এ পর্যন্ত আমাদের দেশে প্রায় 91,212 প্রজাতির বন্য প্রাণী ও পােকামাকড় , শামুক , কেঁচো ইত্যাদির খোঁজ পাওয়া গেছে । 
  • ভারতীয় ভূখণ্ডের আয়তন 33 লক্ষ বর্গ কিলােমিটার , যার মধ্যে প্রায় 19.7 % বা প্রায় ! অংশ এলাকা অরণ্যে ঢাকা ।
  • সারা বিশ্বের উদ্ভিদজগতের সাত শতাংশ ( 7 % ) আর প্রাণীজগতের সাড়ে ছয় শতাংশের ( 6.5 % ) বাসভূমি এই ভারতবর্ষ । এছাড়াও আছে কয়েক হাজার জাতের দেশি ধান ও অন্যান্য ফসল , কয়েকশাে জাতের দেশি গবাদিপশু । এরা সবাই আমাদের দেশের জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ । 

জীববৈচিত্র্য থেকে আমরা কী পাই ? 

এই যে এতসব উদ্ভিদ আর প্রাণী - এদের কাছ থেকে কি আমরা কোনাে উপকার পাই ? এসাে তাে লিখে ফেলার চেষ্টা করি । এই তালিকায় তােমরা আরও অন্যান্য উদ্ভিদ আর প্রাণীদের নাম যােগ করতে পারাে । 

জীববৈচিত্র্য অর্থাৎ বিচিত্ররকম জীবের এই সম্ভার আমাদের সবসময় নানাভাবে সাহায্য করছে । এসাে এবারে দেখে নেওয়া যাক , জীববৈচিত্র্য কীভাবে আমাদের নানা কাজে লাগে । জীববৈচিত্র্যের বিভিন্ন গুরুত্বের কথা পরের দুটো পাতায় দেখানাে হয়েছে । জীববৈচিত্র্যের আরও কিছু গুরুত্ব তােমরাও যােগ করতে পারাে ।

Previous
Next Post »