জলবায়ুর পরিবর্তনের প্রভাব

 জলবায়ুর পরিবর্তনের প্রভাব

নীচে দেওয়া জলবায়ুর পরিবর্তন সংক্রান্ত বিভিন্ন ঘটনা:-


পৃথিবীর উম্নতা বৃদ্ধি 

➪ কিছু গ্যাস পৃথিবীর বায়ুমন্ডলে স্বাভাবিকভাবে থাকে । বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে জেনেছেন যে গত কয়েক যুগ ধরে এই গ্যাসগুলাে মাত্রায় অনেকটা বেড়ে গেছে ।

মানুষের বিভিন্ন কাজের ফলে সৃষ্টি হওয়া গ্যাসগুলাের মধ্যে কার্বন ডাইঅক্সাইড অন্যতম । 1970 থেকে 2004 সালের মধ্যে পরিবেশে এই গ্যাস মেশার বার্ষিক হার প্রায় । ৪০ শতাংশ বেড়ে গেছে । .

 ➪বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা 2006 সাল থেকে এত মাত্রায় বেড়েছে যা গত কয়েক লক্ষ বছরে আর কখনােই এতটা বাড়েনি । 

➪2001 সালের গােড়ায় জানা যায় , গত 100 বছরে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়েছে 1 ° C ।

➪মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা ( NASA ) জানিয়েছে , 2005 সাল ছিল গত এক শতাব্দীর মধ্যে উতম বছর ।


➪1980-88 সালের মধ্যে ভারতে 18 টিতাপপ্রবাহের ( Heat wave ) ঘটনার কথা জানা গেছে । এরফলে বহু মানুষের মৃত্যু হয়েছে । i 

2005 সালে রাজস্থানে বন্যা আর উত্তর - পূর্ব ভারতে খরা হয় । এমনিতে রাজস্থান খুব শুকনাে । কম বৃষ্টিপাতের অঞ্চল । আর উত্তর - পূর্ব ভারত বেশি বৃষ্টিপাত অঞ্চল । 

2007 সালে 4 বার মরশুমি নিম্নচাপ হয় , যা স্বাভাবিকের থেকে দ্বিগুণ । এর ফলে বাংলাদেশ , ভারত ও নেপালে ভয়ংকর বন্যা হয় । প্রচুর মানুষের জীবন আর জীবিকা নষ্ট হয় । একইসঙ্গে প্রায় এক লক্ষেরও বেশি মানুষ ঘরবাড়ি হারায় । 

➪গত 5 হাজার বছর ধরে মে মাস থেকে আগস্ট মাস পর্যন্ত কাশ্মীরের অমরনাথের গুহায় জমা বরফের উচ্চতা থাকত প্রায় 12 ফুট । অথচ 2007 - এ জুন মাসের শেষেই অমরনাথের ওইজমা বরফ গলে 4-5 ফুট উচ্চতার হয়েছিল । 

উত্তরাখণ্ডে 2013 সালের মেঘভাঙা বৃষ্টি থেকে বিধ্বংসী বন্যায় কয়েক হাজার মানুষ মারা গেছেন । বহু মানুষ ঘরছাড়া হয়েছেন । বাড়িঘর আর অন্যান্য সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 

Previous
Next Post »