পৃথিবীর কক্ষপথের উপবৃত্তটা কীরকম দেখতে ?
কিন্তু এই উপবৃত্ত কীরকম হয় ? বৃত্তের সঙ্গে তার কতখানি পার্থক্য ?
এঁকেই দেখাে ।
একটা পেনসিল, দুটো পিন,আর একটু সুতো লাগবে। সুতাের দুটো মুখে গিঁট দিয়ে লুপের মতো বানাও।
প্রথমে একটা কাগজের ওপর পিন দুটো ছবির মতাে করে আটকাও । এবার সুতাের লুপটাকে কাগজের উপর এমনভাবে রাখাে , যাতে লুপটা পিন দুটোকে ঘিরে থাকে । এবার লু পটার ভিতরের দিকে পেনসিলটা বসিয়ে লুপটাকে টানটান রেখে কাগজের ওপর দিয়ে একপাক ঘুরিয়ে দাগ টেনে দেখাে । কেমন লম্বাটে বৃত্ত হলাে ! এটাই উপবৃত্ত ।• দুটো পিনকে কাছাকছি বা দূরে আটকে দিয়ে একইভাবে এঁকে দেখতে পারাে । অনেকরকম উপবৃত্ত পাবে । কোনােটা ডিম্বাকার , কোনােটা খুব চ্যাপ্টা,লম্বা।
▸লক্ষ করে দেখো , কখন প্রায় বৃত্তাকার বা গােলাকার উপবৃত্ত হচ্ছে ।
জানলে ক্ষতি কী ?
- বিজ্ঞানী কোপারনিকাসের সময় থেকেই জানা যায় বিভিন্ন গ্রহগুলাে সূর্যের চারিদিকে ঘােরে । একটা পেনসিল , দুটো পিন , আর একটু সুতাে লাগবে । সুতাের দুটো মুখে গিট দিয়ে লুপের কিন্তু গ্রহগুলাে ঠিক কীভাবে ঘােরে- এই সম্পর্কে মতাে বানাও । বিজ্ঞানী কেপলার প্রথম গ্রহদের গতি সংক্রান্ত তিনটি সূত্র প্রণয়ন করেন ।
কেপলারের প্রথম সুত্রে বলা আছে—
- প্রতিটি গ্রহ উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে এবং সূর্য ওই উপবৃত্তের একটি ফোকাসে থাকে ।
- একটা উপবৃত্তের দুটা
- উপবৃত্তের কেন্দ্রের দু - পাশে অক্ষ । বড়াে অক্ষ ( AB ) , আর সমান দূরত্বে বড়াে অক্ষের ওপর ছােটো অক্ষ (CD) কেন্দ্রবিন্দু দুটো ফোকাস বিন্দু থাকে । (F,F)
● উপবৃত্তাকার কক্ষপথের একটা ফোকাসে সূর্য অবস্থান করে । একারণে পৃথিবী সূর্য প্রদক্ষিণের সময় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবসময় সমান থাকে না । একসময়ে পৃথিবী সূর্যের বেশি কাছে আসে আবার একসময় দূরে চলে যায় ।
ConversionConversion EmoticonEmoticon